
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : আট দিন অতিক্রান্ত. এখনও চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি. অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক অনশনকারী. কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের পাশাপাশি অনশনে বসেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররাও. অসুস্থতার কারণে ইতিমধ্যেই অনশনকারী অলোক ভর্মা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে হাইব্রিড সি সি ইউ তে ভর্তি রয়েছেন। তার মধ্যেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়লো.
সোমবার থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও এক জুনিয়র চিকিৎসক সন্দীপ মন্ডল আমরণ অনশনে যোগ দিলেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি অভয়ার বিচার. সেই দাবিটি এখনো পূরণ হয়নি । ইতিমধ্যেই আমাদের অনশনকারীদের মধ্যে চারজন অসুস্থ হয়েছে’. যতদিন পর্যন্ত আমাদের শরীরে ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই অনশন জারি থাকবে বলে জানালেন সন্দীপ মন্ডল।
প্রসঙ্গত, অনশন কর্মসূচির আট দিন পেরোলেও রাজ্য সরকারের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ডাক্তারদের. তাদের বক্তব্য, যতদিন না তাদের দশ দফা দাবি মেনে নেওয়া হবে, ততদিন এই অনশন কর্মসূচি চলবে.