
সঞ্জয় রায় চৌধুরী,কলকাতা : ভাদ্র মাসের শুরু হতেই বাঙালির মন পুজো পুজো করে ওঠে। আকাশে নীল সাদা মেঘের আনাগোনা যেন উমার আগমনীর আভাস দিচ্ছে প্রতিনিয়ত। যদিও মাঝেমধ্যেই নিম্নচাপের কালো মেঘের ঘনঘটা কিছুটা চিন্তায় ফেলছে বাঙালিকে।তবে যখনই আকাশের কালো মেঘ কাটছে তখনই আকাশ থেকে উঁকি দিচ্ছে এক ফালি শরৎ। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। রবিবার উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিট পল্লী যুবকবৃন্দের খুঁটিপুজো সম্পন্ন হল। এদিন কৃত্রিম চন্দ্রযান উড়িয়ে খুঁটিপুজোর শুরু করা হয়। ইসরোর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েই এই উদ্যোগ বলে জানান পল্লী যুবকবৃন্দের সদস্য শান্তনু দত্ত।
এই বছর সীতারাম ঘোষ স্ট্রিট পল্লী যুবকবৃন্দের পুজোর ৬২ তম বর্ষ। খুঁটিপুজোর মাধ্যমে রবিবার থেকেই শুরু হল পল্লী যুবকবৃন্দের পুজোর প্রস্তুতি।