
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : খুলতে চলেছে প্রায় ২৭ বছর ধরে বন্ধ থাকা নৈহাটি গৌরীপুর জুটমিল। রাজ্য শ্রমদপ্তরের উদ্যোগে এক ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে মিল খোলার সিদ্ধান্ত হয়েছে। সেই বাম আমলে ১৯৯৭ সালে শ্রমিক-মালিক অসন্তোষের কারণ দেখিয়ে বন্ধ হয়ে যাওয়া গৌরীপুর জুটমিল. পরবর্তীকালে লক আউট ঘোষণা করা হয়। তারপর থেকে দীর্ঘ বছর বন্ধ ছিল এই জুট মিলটি। আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই খুশির হাওয়া নৈহাটি গৌরীপুর জুটমিল শ্রমিকদের মধ্যে।
এই জুট মিলে আগে যারা কাজ করতেন তাঁদের অধিকাংশরই বয়স হয়ে গিয়েছে এবং অনেকে মারাও গিয়েছেন. কিন্তু তাদের পরিবারের লোকজন এবং স্থানীয় বেকাররা এই মিলে কাজ পাবেন. পাশপাশি, এই মিলের পুরনো শ্রমিকদের বকেয়া পাওনাগন্ডা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয় মিলের পুরনো কর্মী বৃদ্ধ কুরবান মিঞা বলেন, প্রতিবার ভোটের আগে মিল সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়. তবে তা পূরণ হয় না।
কিন্তু মৃত এই জুট মিল খোলার বিষয় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিতান্তই লোকসভা নির্বাচনের আগে গিমিক বলে অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নিশানা, বিজেপি জানে না জুট ইন্ডাস্ট্রি কীভাবে চলে।
রাজনৈতিক আকছাআকছি তো চলতেই থাকবে। তবে ভোটের আগে শাসকদলের এ হেন উদ্যোগে কি সত্যিই হাসি ফুটবে মিল কর্মীদের মুখে, না কি আরও অপেক্ষা করতে হবে তাঁদের, সেটাই এখন দেখার।