
ওঙ্কার ডেস্ক:ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি।প্রবল বৃষ্টির জন্য জমা জলে এখনো উত্তর সিকিমে আটকে প্রায় ১২০০ পর্যটক।যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। একদিকে পাহাড়ের পাশাপাশি সমতলে ও বাড়ছে বৃষ্টির পরিমাণ। শুক্রবার বিকেলের পর থেকে সিকিমের পাহাড়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও সমতলের ক্রমশ বৃষ্টি পরিমান বাড়ছে। তিস্তা নদীর জল কিছুটা কমলেও চিন্তা কমেনি প্রশাসনের। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে সিকিম এবং বাংলার পার্বত্য এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং প্রশাসন ইতিমধ্যেই নিচু এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। যাতে তিস্তার জল বাড়লেও, ক্ষয়ক্ষতি কম হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। পাহাড়ে বৃষ্টির কারণে ১০ নম্বর জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।