
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
গত কয়েকদিনে পাহাড়ে অতিবৃষ্টির ফলে নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারনে তিস্তা নদীর গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকা থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার সেচ বিভাগের বাঁধ জলের চাপে ভগ্নপ্রায়। সেচ বিভাগের বাঁধের পশ্চিম দিকের বিস্তীর্ণ এলাকার চাষের জমি বর্তমানে জলের তলায়। পাঞ্জাব বাঁধের ওপর জলের প্রচন্ড চাপ। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এই বাঁধ কোন কারণে বড়সড় ক্ষতি হলে চ্যাংমারি, রাজাডাঙ্গা, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় যেকোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। এই বিষয়ে পঞ্চায়েতে প্রাক্তন প্রধান অনুকুল বিশ্বাস বলেন এই মুহূর্তে বহু জমি জলের তলায় , দ্রুত সেচ বিভাগের হস্তক্ষেপ প্রয়োজন ।অপরদিকে কেন্দ্রিয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার থেকে সোমবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হবার সম্ভবনা রয়েছে। আর এতেই সিদুরে মেঘ দেখছে তিস্তা পাড়ের এই জনপদ।