
নিজস্ব প্রতিনিধি, নবান্নঃ ক্ষয় ক্ষতির পরিমাণ দেখতে কালিম্পং যাচ্ছে রাজ্য সরকারের বিশেষ দল। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অনিত থাপার। নবান্ন সূত্রে খবর, বৈঠকের পর কালিম্পং বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কালিম্পং কে সবদিক থেকে সাহায্য করার কথা জানিয়েছেন মমতা।
উল্লেখ্য, সিকিমের তিস্তা বিপর্যয়ের ছোঁয়া কালিম্পং’এ। প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে ছোট্ট পাহাড়ি জেলার। কেন্দ্রীয় দল সিকিম পরিদর্শন করে, ৪৫ কোটি টাকা মঞ্জুর করেছে। কিন্তু রাজ্য কোনও সাহায্য পায়নি। এমনকি এনিয়ে জিটিএকেও কোন বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।