
গোপাল শীলঃ এবার নো ভোট টু মমতা দাবি তুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে আমি তো নো ভোট টু মমতা বলেছি। তৃণমূলকে যত ভোট না দেওয়া যায় ততই এলাকার মঙ্গল, রাজ্যের মঙ্গল।
আগেই নো ভোট টু তৃণমূল দাবি তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার নো ভোট টু মমতা শোনা গেল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গলাতেও। এদিন বারুইপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে আমি তো নো ভোট টু মমতা বলেছি। তৃণমূলকে যত ভোট না দেওয়া যায় ততই এলাকার মঙ্গল রাজ্যের মঙ্গল। পাশাপাশি তিনি আরও বলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সমস্ত দলের হয়ে তাঁর কথা বলা উচিত। কেবল মাত্র বিজিপির হয়ে কথা না বলে সমস্ত বঞ্চিত মানুষের পাশে তাঁর দাঁড়ানো উচিত।
প্রসঙ্গত শনিবারই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিজেপির লোক বলে অভিযোগ করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তৃণমূলের অভিযোগ ভাঙড়ে অশান্তি পাকাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীই। এদিনের নওশাদের বক্তব্যে তৃণমূলের সেই অভিযোগের স্বর জোড়ালো হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।