
মানস চৌধুরী, ওঙ্কার বাংলাঃ আর্থিক দুর্নীতি মামলায় ইডির তলবে হাজিরা দিলেন বসিরহাটের তৃণমূলে সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। মঙ্গলবার ফাইলপত্র নিয়ে নির্ধারিত সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান নুসরত। ফ্ল্যাট কেনার নামে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। গত সপ্তাহে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তলবে সাড়া দিয়ে মঙ্গলবার তিনি পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে তদন্তকারী সংস্থার দফতরে।
মাসখানেক আগে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধেবেলা ইডি দফতরে গিয়ে অভিযোগ করেছিলেন, তৃণমূলের সাংসদ নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। এরপর নুসরত কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানান, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত নন। চাইলে নথি দিয়ে প্রমাণ করে দেবেন।
গত সপ্তাহে ইডি নুসরতকে নোটিস পাঠিয়ে তলব করে। ইডির তরফে জানানো হয়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।