
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশা উপকূলে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় দানা. ওড়িশার ভদ্রকে তীব্র বেগে ঝড়, তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি। জনমানবশূন্য রাস্তাঘাটে কার্যত ভয়ঙ্কর আকার নিয়েছে ‘দানা’। তবে, দানার প্রভাব দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা তথা গঙ্গাসাগর এলাকায় সেভাবে দেখা দেয় নি। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন উপকূড়বর্তী এলাকার মানুষজন। নদীতে উথাল-পাতাল ঢেউ আর হালকা বাতাস বইছে, এরই মাঝে চলছে বৃষ্টি। তবে, ইয়াস, আমফান, বুলবুল, রেমালের মতো হয়তো দানাও তাণ্ডব চালাতে পারে, এমনই আশঙ্কা ছিল প্রশাসনের।
ইতিমধ্যেই নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে পড়েছে গাছ, বিপর্যয় মোকাবেলার টিম রাস্তা পরিষ্কারের কাজে হাতে লাগিয়েছে.