
নদিয়া: ভরা গরম মানেই আম জাম লিচু কাঁঠালের মরসুম। আর নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন এই গ্রীষ্মকালীন লাভজনক ফলগুলির চাষের উপর। এবার দেশের সীমানা পেরিয়ে সুদূর ইজরাইলে চলল নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদীয়ার লিচু।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাজদিয়ার আম বিখ্যাত । এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেরার শিরোপা নিতে চলেছে মাজদিয়ার লিচু । লিচু যেমন মিষ্টি তেমনি রং, আবার দেখতেও বড় বড় । পাশাপাশি এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয়না। ইসরায়েলের একটি সংস্থা এসে ল্যাবে পরীক্ষা করে মাজদিয়ার লিচুকে বেছে নেয় । যেহেতু এই লিচু গুলিতে কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতিতেই লিচু চাষ করা হয়, সেই জন্য ইসরাইলের বাজার এবার কাঁপাতে চলেছে নদীয়ার লিচু এমনটাই দাবি এই লিচু চাষীদের। খুশি ব্যবসায়ীরাও।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এর ফলে ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনি পরবর্তীতে আরো বেশি সংখ্যক চাষী অতিরিক্ত লাভের আশায় ফলন চাষে আগ্রহী হবেন।