
শেখ এরশাদ, কলকাতা : বিদ্যুৎ-এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণে কলকাতা জেলা কংগ্রেসের ভিক্টোরিয়া হাউস অভিযানে ধুন্ধুমার. পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা. এরপরেই শুরু হয় ধস্তাধস্তি.
এদিন দক্ষিণ কলকাতা কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলা ভিক্টোরিয়া হাউস তথা কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের বিভাগীয় অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়. দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে এই অভিযান হয়.
কংগ্রেসের মূল জমায়েতটি হয় গ্র্যান্ড হোটেলের বিপরীতে , ময়দান মার্কেটের গেটে। বেলা ১২-৩০ টায় এই কর্মসূচি শুরু হয় এবং মিছিল করে ভিক্টোরিয়া হাউসে গিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।