
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : রাত পোহালেই লোকসভা ভোটের গণনা. তার আগের দিনই গুরুত্বপূর্ণ বৈঠক আলিমুদ্দিনে. সোমবার গণনায় কারচুপির আশঙ্কাপ্রকাশ করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম. বুথে বুথে ভুয়ো কাউন্টিং অফিসিয়াল থাকতে পারে বলে আশঙ্কার করছেন সেলিম. আশঙ্কাপ্রকাশ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও. সঠিক পদ্ধিতিতে গণনার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিএম নেতৃত্ব. এদিন সেলিম বলেন, ভোটের সময় বুথে বুথে ভুয়ো এজেন্ট ধরেছিলাম. এবার গণনায় যাতে ভুয়ো কাউন্টিং কর্মী না থাকে, তার জন্যই কমিশনে যাওয়া.