
সুনন্দা দত্ত, হুগলি : গঙ্গা মিশনের উদ্যোগে নতুন বছরে মীন মঙ্গল উৎসব অনুষ্ঠিত হলো হুগলির চুঁচুড়া আরোগ্যতে। উপস্থিত ছিলেন গঙ্গা মিশন-এর কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। তিনি জানান, প্রতিবছরের মতো এবারও গঙ্গা মিশনের উদ্যোগে নববর্ষে মীন মঙ্গল উৎসব অনুষ্ঠিত হলো. প্রায় ৩০ হাজার মাছ বিভিন্ন পুকুরে ছাড়ার জন্য আনা হয়েছে. পানীয় জলের ফিল্টারও দেওয়া হল বেশকিছু স্কুলে. এছাড়াও, সকলকে পাখির বাসা উপহার দেওয়া হয়েছে. প্রকৃতি ও পরিবেশ রক্ষা নিয়ে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানালেন প্রহ্লাদ রায় গোয়েঙ্কা.
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অমিত জয়সওয়াল, ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে. কিন্তু, সেই চিকিৎসা করাতে আসাই যেন কাল হল অমিতের. হঠাৎই একদিন হারিয়ে যান তিনি. তাঁকে হন্যে হয়ে খুঁজেছেন পরিবারের সদস্যরা. লাভ হয়নি.
এক জনৈকা ব্যক্তি তাঁকে চুঁচুড়ার আরোগ্য-তে নিয়ে আসেন. প্রায় দু মাস এখানে থাকার পর গত শুক্রবার হঠাৎই বাড়ির কথা মনে পড়ে অমিতের. আর রবিবার তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দিলেন প্রহ্লাদ রায় গোয়েঙ্কা.