
ওঙ্কার ডেস্ক : জঙ্গি দমনে ভারতীয় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ জাতীয় মিশন “অপারেশন সিন্দুর”কে পূর্ণ সমর্থন জানাল ভারতীয় চলচ্চিত্র দুনিয়া। এই নৈতিক সমর্থন জানাতে শুক্রবার একত্রিত হয়েছিল হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, পাঞ্জাবি সহ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় যুক্ত অন্যান্য ভাষার প্রতিনিধিরা। তারা একযোগে দেশের সশস্ত্র বাহিনীর নিষ্ঠা এবং সেবার স্বীকৃতি জানান।
এই আয়োজনে যোগ দিয়েছিলেন অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রজনীকান্ত, আলিয়া ভাট, আল্লু অর্জুন, ভিকি কৌশল, কঙ্গনা রানাউত, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মোহনলাল, আর মাধবন, সামান্থা প্রভু এবং রণবীর সিং সহ বেশ কয়েকজন সুপরিচিত শিল্পী। তাঁরা সেনাবাহিনীর উদ্দেশে সংহতি ও উৎসাহের বার্তা দেন। তাদের প্রকাশ্য বিবৃতি অভিযানে জড়িত কর্মীদের প্রচেষ্টা এবং বৃহত্তর সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধার প্রতিফলন ঘটায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার সংবাদমাধ্যম পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যের এই প্রকাশ দেশের একতাকেই প্রতিষ্ঠা করছে। প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ, লেখক এবং প্রভাবশালীরাও সৃজনশীল ও সাংস্কৃতিক ক্ষেত্রের ক্রমবর্ধমান সংখ্যক সমর্থকদের প্রতি তাদের কণ্ঠস্বর প্রকাশ করতে শুরু করেছেন। জাতীয় ঐক্যের প্রতি বিনোদন সমাজের এই যৌথ অঙ্গীকার সত্যি দৃষ্টান্তমূলক।