
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের পঞ্চমীতে উড়িষ্যার যাত্রিবাহী বাস আটকে বিক্ষোভ কেশপুরের শ্রমিকদের। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনার স্থলে উপস্থিত কেশপুর থানার বিরাট পুলিশ বাহিনী। প্রসঙ্গত, বাংলাদেশের ঘটনার পরই উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর শুরু হয় অত্যাচার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। তা নিয়ে প্রতিবাদেও সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকেও উড়িষ্যায় হকারি করতে যায় বহু মানুষ। তাদের উপর অত্যাচার চালাচ্ছে উড়িষ্যার মানুষ। সেই অভিযোগ তুলে মঙ্গলবার কেশপুর জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে শতাধিক হকার। কেশপুর – মেদিনীপুর গামী উড়িষ্যার বেশকিছু যাত্রিবাহী বাস আটকে বিক্ষোভ দেখায় কেশপুরের মানুষ। তাদের দাবি, উড়িষ্যায় কর্মরত বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ হোক। সরকার অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশের পক্ষ থেকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে কেশপুর কিষান মান্ডিতে রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস দুটিকেও পুলিশের পক্ষ থেকে রাখা রয়েছে। এখন দেখার বিষয় বাংলা এবং উড়িষ্যা দুই রাজ্যের সরকারের মধ্যে আলোচনা করে এর সমাধানও সূত্র বের হয় কিনা। যদিও এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।