
ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীর উপত্যকার ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হল। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বেশ কয়েকটি পার্ক এবং বাগান বন্ধ করে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।
কাশ্মীরের ৮৭টি পার্ক ও বাগানের মধ্যে ৪৮টির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে আরও পার্ক বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। যে পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করা হয়েছে সেগুলি মূলত কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। বন্ধ হয়ে যাওয়া পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে দুষ্পথ্রি, কোকেরনাগ, ডাকসুম, সিন্থান টপ, আছাবল, বাঙ্গুস ভ্যালি, মারগান টপ এবং তোসাময়দন। পর্যটকদের এই সমস্ত কেন্দ্রগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে বিষয়ে সরকারি কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। দক্ষিণ কাশ্মীরের একাধিক মুঘল গার্ডেনও বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জন নাগরিকের মৃত্যুর পর গোটা জম্মুকাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এই ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। পর পর পাঁচ রাত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক বাহিনী। যদিও ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দিয়েছে। সেই আবহে এবার পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হল নিরাপত্তার কথা মাথায় রেখে।