
সূর্যজ্যোতি পাল,দিনহাটা:সন্ন্যাসী চিন্ময়কৃষকে গ্রেফতারের পর থেকেই হিন্দু নির্যাতন ইস্যুতে উত্তাল বাংলাদেশ। এই নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কার্যত তলানিতে ঢেকেছে। এই আবহে এবার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহার জেলার দিনহাটা-২ ব্লকের চৌধুরিহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মিলল পাকিস্তানের মর্টার শেল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।
জানা গেছে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি ক্যাম্প সংলগ্ন এলাকায় বীজতলা তৈরি করছিলেন স্থানীয় বাসিন্দা হিতেন মোদক। সেখানেই মাটি খুঁড়তে গিয়ে একটি ধাতব বস্তু দেখতে পান তিনি । এবং তিনি কর্তব্যরত বিএসএফ জওয়ানকে বিষয়টি জানান। পরে খতিয়ে দেখে বি এসফ জানায় ওই ধাতব বস্তুটি একটি মর্টার শেল এবং শেলটিতে পাকিস্তানের নাম লেখা।বুধবার দুপুর বারোটা নাগাদ ভারতীয় সেনার অর্ডিন্যান্স ফ্যাক্টরির একটি টিম ঘটনাস্থলে এসে সেটিকে নিষ্ক্রিয় করে। পাকিস্তানের ওই মর্টার শেল কিভাবে ওখানে এলো ,পাকিস্তান থেকে সেটিকে ছোঁড়া হয়েছে কিনা,সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ভিডিও দেখুনঃ-