
সায়ন মাইতি,কেশপুর : দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশি প্রহরায় বোর্ড গঠন কেশপুর ব্লকের ৫ এর মুগবসান গ্রাম পঞ্চায়েত ও ধলহারা ১৩ নং গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন শেষ হল বৃহস্পতিবার। নিয়মানুযায়ী গত ১৬ ই আগস্ট পঞ্চায়েত বোর্ড গঠন সম্পন্ন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ভাবে সমস্যা থাকায় এই দুই অঞ্চলে বোর্ড গঠন হয়নি। বোর্ড গঠন দেরিতে হওয়া নিয়ে কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, কয়েকজন সদস্য অনুপস্থিত থাকার কারণে আমরা বোর্ড গঠন করতে পারিনি। আজকে অবশেষে আমরা সকল সদস্য একত্রিত হয়ে বোর্ড গঠন করেছি।
মুগবসান ৫ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় রৌশনারা বেগম ও উপপ্রধান হয় চন্দনা দেব। অন্যদিকে ধলহারা ১৩ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় শেখ জসীমউদ্দীন ও উপ প্রধান তারাপদ দিগার। প্রসঙ্গত, বিরোধীদের দাবি এই দুই পঞ্চায়েতে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের কারণেই এতদিন বোর্ড গঠন সম্ভব হয়নি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।