
নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে ব্যালট পেপার উদ্ধারের ধারা অব্যাহত। কোথাও গণনা কেন্দ্রের পাশ থেকে, কোথাও আবার খোলা মাঠ বা নদীর ধার থেকে মিলেছে ছেঁড়া, আধ পোঁড়া বিভিন্ন রাজনৈতিক দলের ব্যালট পেপার। একই চিত্র দেখা গেছে মুর্শিদাবাদেও। সুতি দু নম্বর ব্লকের গণনা কেন্দ্রের সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ব্যালট পেপার, অভিযোগ কংগ্রেস ও বিজেপি নেতাদের। যতগুলি ব্যালট পেপার উদ্ধার হয় সবগুলি গুনে দেখা হয়। এ প্রসঙ্গে সুতি দু নম্বর ব্লকের বিডিও সমিরণকৃষ্ণ মন্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে সমস্ত বিষয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে ব্যালট পেপার উদ্ধারের পর থেকেই বিরোধীরা ব্যালট চুরি ও ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছেন সর্বত্র। এমতাবস্থায় সুতি ব্লক চত্বরে ব্যালট পেপার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।