
সুকান্ত চট্টোপাধ্যায়,বনগাঁ : পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যজুড়ে অব্যাহত দল বদলের পালা। এবার বনগাঁর এক বিজেপি পঞ্চায়েত সদস্য দল পরিবর্তন করে যোগ দিলেন তৃণমূলে। উল্লেখ্য,পঞ্চায়েত নির্বাচনে রণঘাট গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল , ৩টে আসনে সিপিআইএম এবং ১২টি তে বিজেপি। রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডাহরপোতা ১২ নম্বর বুথের বিজয়ী বিজেপি প্রার্থী রুমা মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন । বনগাঁ তৃণমূলের জেলা কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি যোগদান করেন তৃণমূলে। রুমা বলেন, আমি তৃণমূলে টিকিট পাইনি সেই কারণেই বিজেপিতে গিয়েছিলাম। বহুদিন আগে থেকে তৃণমূলে আসার ইচ্ছে ছিল ।
তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, উন্নয়নের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রুমা মন্ডল তৃণমূলে যোগ দেন।
অন্যদিকে বনগাঁ উত্তর পৌর মন্ডলের যুব মোর্চার সভাপতি রাজীব রায়ের অভিযোগ,আমাদের প্রার্থীকে ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছে তৃণমূলে।
প্রায় দিনই বিরোধী দলের জয়ী প্রার্থীদের যোগ দিতে দেখা যাচ্ছে শাসক দলে। যা নিয়ে রীতিমত সরব হয়েছেন বিরোধীরা। এই প্রেক্ষাপটে বনগাঁয় বিজেপি জয়ী পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদানের অভিযোগে চাঞ্চল্য এলাকায়।