
আশীষ মন্ডল,বীরভূম : পঞ্চায়েত ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। পঞ্চায়েতে শাসক দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধীরা। সেইমতো শাসক দলের পাশাপাশি রাজ্যজুড়ে জোরকদমে ভোট প্রচার চালাচ্ছেন বিরোধীরাও। শেষ মুহূর্তের প্রচারে জোর দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। রবিবার বীরভূমে নির্বাচনী প্রচারে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলের পরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, এই সভাকে বানচাল করার জন্য ওসি সবরকম ব্যবস্থা করেছেন। এমনকি বিজেপি কর্মীকে ওসি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ সুকান্তর।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বকে ঘিরে উত্তেজনার খবর সামনে এসেছিল জেলায় জেলায়। উত্তেজনার রেশ এখনও জারি। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ শাসকদলকে মদত দিচ্ছে পুলিশ। এমতাবস্থায় সুকান্ত মজুমদারের ওসির বিরুদ্ধে এই অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।