
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাবালক বলে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার আলিপুরদুয়ারের সভাতে যোগ দেওয়ার আগে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দর পৌঁছন তিনি। বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাবালক বলে তীব্র কটাক্ষ করেন তিনি।
এছাড়াও তিনি এদিন আরও বলেন,যদি বাক্স বদল এবং ভোট লুট না করে, তাহলে উত্তরবঙ্গ থেকে পিসি ভাইপোর কোম্পানি শেষ হয়ে যাবে। সেই কারণেই উত্তরবঙ্গ নামের সঙ্গে ওদের খুব রাগ।
এর পাশাপাশি তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্র ও গণনা কেন্দ্রে মোতায়েন করতে হবে। কারণ এটি কলকাতা হাইকোর্টের নির্দেশ।