
সূর্যজ্যোতি পাল,কোচবিহার : রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। ভোটের আগের সন্ত্রাসে কালমাটি এলাকায় গুলিবিদ্ধ ৩ বিজেপি কর্মী আহত ১ । পরপর বোমাবাজি ও গুলি চলার অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে খবর,বৃহস্পতিবার রাতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা প্রচার শেষে প্রার্থীর বাড়ির বাইরে বসেছিলেন। ঠিক সেই সময় একদল দুষ্কৃতী বাইকে করে আসে এবং আচমকাই তাদের উপর চড়াও হয়। ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চারজন আহত হয়েছেন। চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। স্থানীয় বিজেপি নেতা হানিব শিকদার জানান, তৃণমূলের কাছ থেকে মানুষের সমর্থন চলে গেছে সেই কারণেই তারা হিংসার পরিবেশ তৈরি করে মানুষকে ভয় দেখাচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। তারা দ্রুত ৪ জনকেই উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা এক দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে প্রতিনিয়ত। ভোটের আগের দিনও একইভাবে বজায় অশান্তির ঘটনা।