
নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ৪ দিন বাকি পঞ্চায়েত ভোটের। জেলায় জেলায় শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচার চালাচ্ছে। পঞ্চায়েতে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সেইমতোই রাজ্যজুড়ে জোরকদমে চলছে প্রচার। শেষ মুহূর্তের প্রচারে জোর দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে নির্বাচনী প্রচারে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শুরু থেকেই তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন কেন্দ্রের কাছে বাংলার প্রচুর বকেয়া টাকা বাকি রয়েছে। সাধারণ মানুষের টাকা কেন্দ্র আটকে রেখেছে।
এর পাশাপাশি এদিন ফের নির্দল তৃণমূলদের দলে না ফেরানোর কড়া বার্তা দেন অভিষেক। তিনি বলেন, যারা নির্দল হয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস তাদের কোনদিনও দলে ফেরত নেবে না।
বিজেপিকে নিশানা করে অভিষেক এদিন বলেন, বিজেপির কাছে ইডি,সিবিআই,বিচার ব্যবস্থার একাংশ আছে, কিন্তু মানুষ নেই। আর তৃণমূলের কাছে মানুষ আছে।
ভোটের প্রাক্কালে দলের নেতা কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি এদিন সাধারণ মানুষের কাছে ভোটের জন্য আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।