
সূর্যজ্যোতি পাল,বক্সীরহাট : নির্বাচনকে ঘিরে উত্তেজনার রেশ এখনও অব্যাহত। অশান্তির পাশাপাশি প্রায় রোজই রাজ্যের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে বোমা। বোমা বিস্ফোরনের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।এবার বক্সীরহাটে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ভানুকুমারী-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকার ঘটনা। মঙ্গলবার সাতসকালে ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ওই বোমা।বিজেপি প্রার্থী সুমিত দাসের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই বিজেপির মধ্যে আতঙ্ক তৈরি করতে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই বোম ছুড়েছিল, কিন্তু কোনক্রমে বোমটি ফাটেনি। গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনার ছবি সামনে এসেছে বিভিন্ন জেলা থেকে। রক্ত ঝরেছে, প্রাণ গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক কর্মীদের। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে ততই এই ঘটনা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।