
অনুসুয়া সিনহা, দুর্গাপুর : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক বিরোধী সব রাজনৈতিক দল। চলছে শাসক বিরোধী বাক যুদ্ধ,হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। পঞ্চায়েতের মনোনয়ন পর্বকে ঘিরে অশান্তির খবর সামনে এসেছে জেলায় জেলায়। মনোনয়ন পর্ব শেষেও উত্তেজনার রেশ অব্যাহত। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। এবার দুর্গাপুরে আসানসোলের রানীগঞ্জের চাপুই এলাকায় বিজেপি মন্ডল সভাপতি কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করেন বিজেপি নেতৃত্ব। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অগ্নিমিত্রা পালের অভিযোগ,চাপুই এলাকার তৃণমূল নেতা তাদের ভোটের প্রচারে বাধা দেয়। এমনকি বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগও করেন তিনি।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।তাদের দাবি, বিজেপিই বাইরে থেকে লোক এনে অশান্তি করেছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রানীগঞ্জের চাপুই এলাকায়। এরপর ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে আন্দোলন তুলে নেন অগ্নিমিত্রা।