
পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। ৮ ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েতকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শংকরপুরে তৃণমূল কংগ্রেস নির্বাচনী জনসভা করে। তবে এই সভা চলাকালীনই ঘটে অঘটন। হঠাতই ভেঙে যায় সভা মঞ্চের একাংশ। মঞ্চে তখন বক্তব্য রাখছেন তৃণমূল যুব কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি। মঞ্চে তখন উপস্থিত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর সেই সময়েই এই কান্ড।ঘটনায় অবাক হয়ে যান সকলে। যদিও এই ঘটনাকে তেমন গুরুত্ব দেননি কুণাল। তার দাবি সভা মঞ্চ ভেঙে গেলেও এত মানুষ যে এই সভায় উপস্থিত রয়েছেন সেটাই বড় বিষয়। ঘটনার পর উপস্থিত সকলে কুনাল ঘোষ এবং অন্যান্য তৃণমূল নেতাদের নামিয়ে আনেন মঞ্চ থেকে। ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।