
প্রদীপ মাইতি,কাঁথি : রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। ঘটনাটি দক্ষিণ কাঁথি বিধানসভার ৫ নম্বর মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের কাপাসদা বুথের। গ্রামবাসীদের অভিযোগ, নির্দল প্রার্থীকে জেতানোর জন্য, রাতের অন্ধকারে তৃণমূল প্রধানের স্বামী মদ, নগদ টাকা ও গাঁজা বিলি করছিল ।ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আটক করে মহিষাগোট গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা প্রাক্তন কাঁথি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নন্দলাল মিশ্রকে।গ্রামবাসীদের অভিযোগ- নন্দলাল মিশ্র ১৭৮ নম্বর কাপাসদা বুথে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খুকুমণি পন্ডা’কে হারিয়ে, নৌকো চিহ্নে নামা নির্দল প্রার্থী অপর্ণা পন্ডাকে জেতানোর চেষ্টা করছে। পাশাপাশি নন্দলালের বিরূদ্ধে একাধিক আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও করে গ্রামবাসীরা।
নন্দলাল মিশ্র জানান, তিনি বিশেষ একটি কাজে রাস্তা দিয়ে যাওয়ার সময়, তাকে আটক করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।তৃণমূল প্রার্থীর স্বামী হয়ে নন্দলাল মিশ্র নির্দলের সমর্থনে প্রচার করায় ক্ষুব্ধ এলাকাবাসী।