
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে অশান্তির খবর সামনে এসেছে। এই অশান্তির কারণে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা বহুদিন বাড়ি ফিরতে পারেননি বলে অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জেলায়। দিনের পর দিন ঘর ছাড়া থাকতে হয়েছে বহু মানুষকে। তবে এবার ধীরে ধীরে বাড়ি ফিরছেন সেই ঘর ছাড়ারা। এই তালিকায় রয়েছেন জলপাইগুড়ির বাম জোট প্রার্থী পিঙ্কি বেগম। তিনি জানান,ভোটের দিন থেকেই ঘর ছাড়া তিনি। দুষ্কৃতীদের থেকে জীবন বাঁচিয়ে ভোটের ১৪ দিন পর বাড়ি ফিরলেন বলে জানান পিঙ্কি।
সিপিআইএম জোট প্রার্থী এদিন আরও জানান, এখনো পর্যন্ত তাদের দলের শতাধিক কর্মী বাড়ির বাইরে রয়েছেন। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে যে হিংসার ঘটনা শুরু হয়েছিল রাজ্য জুড়ে,ভোট পরবর্তী সময়েও তা অব্যাহত। তাই এখনো বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না বহু কর্মী সমর্থক বলে জানান পিঙ্কি বেগম।