
গোপাল শীল,ক্যানিং : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে প্রতিনিয়ত। শেষ হয়েছে পঞ্চায়েতের ভোট গ্রহণ এবং গণনা পর্বও। তবে থামেনি হিংসার ঘটনা। ভোট পরবর্তী অশান্তি জারি রাজ্যজুড়ে।এবার তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়ার। গভীর রাতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম নান্টু গাজী। স্থানীয় সূত্রে জানা গেছে,বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায় তৃণমূল জিতে যাওয়ায় শুক্রবার এলাকায় চলে বিজয় উৎসব। তারপর রাতে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগের তীর আইএসএফের দিকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ,এলাকার কয়েকজন তৃণমূল কর্মী বোমাবাজির প্রতিবাদ করতে গেলে আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করে তেড়ে যায়। এরপরই তৃণমূল কর্মী নান্টু গাজীকে খুন করে আইএসএফ কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীকে গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহীনি।ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।