
প্রশান্ত দাস,মালদা : বিজেপি কর্মী বাবাকে খুন করার অভিযোগ তৃণমূল কর্মী ছেলে ও বৌমার বিরুদ্ধে।
রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি কর্মী বুরন মুর্মুকে মারধর দিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে ছেলে বিপ্লব মুর্মু ও বৌমা শর্মিলা মুর্মু্র বিরুদ্ধে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলার বামনগোলা ব্লকের কইনা দিঘি এলাকায় শর্মিলা মুর্মু প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। বুরন মুর্মু প্রচার করেছিলেন বিজেপি প্রার্থীর হয়ে। বিজেপি প্রার্থীর কাছে হেরে যান শর্মিলা মুর্মু। ভোট ফলাফলের পর শনিবার রাতে বাবাকে মারধর করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে।
ঘটনার তদন্তে নামে বামনগোলা থানার পুলিশ। খুনের অভিযোগে ছেলে বিপ্লব মূর্মু এবং বৌমা শর্মিলা মুরমু কে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার লাঠি ঝাটা নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। অভিযুক্ত গ্রেফতারের দাবিতে নালাগোলা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরও করেন গ্রামবাসীরা বলে জানা গেছে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী।