
সুনন্দা দত্ত,হুগলী : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর সামনে এসেছে। মনোনয়ন পর্বে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। এমনকি পঞ্চায়েতের ভোট গ্রহণের দিনও রাজ্যজুড়ে ভোট সন্ত্রাসের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। বিভিন্ন বুথে ভোট লুঠের অভিযোগ করেছিলেন বিরোধীরা। ভোট লুঠের অভিযোগ উঠেছে হুগলীতেও। এর প্রতিবাদে শুক্রবার চুঁচুড়া ঘড়িরমোড়ে বিক্ষোভ মিছিল করে সিপিআইএমএল নেতা কর্মীরা। তাদের অভিযোগ, হুগলী জেলার ধনিয়াখালিতে পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে লুট ও সন্ত্রাস চালিয়েছে শাসক দল। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন সিপিআইএমএল নেতা কর্মীরা। একইসঙ্গে এদিন গণনা কেন্দ্রে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগও করেন সিপিআইএমএল নেতৃত্ব। ভোট সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পাশাপাশি শুক্রবার হুগলী জেলাশাসকের কাছে ধনিয়াখালি বিধানসভার কয়েকটি বুথে পুর্ননির্বাচনের জন্য স্মারকলিপি প্রদান করেন সিপিআইএমএল হুগলী জেলা কমিটির চার সদস্যের প্রতিনিধি দল।