
প্রশান্ত দাস,মালদা : পঞ্চায়েত নির্বাচন মিটলেও ব্যালট পেপার উদ্ধারের ধারা এখনও অব্যাহত। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন জেলা থেকে নিত্যদিন উদ্ধার হচ্ছে ব্যালট পেপার। ফলাফলের পর থেকেই বিভিন্ন জেলায় কখনও গণনা কেন্দ্রের বাইরে, কখনও আবার খোলা মাঠে মিলেছে বিভিন্ন দলের প্রতীকের ছাপ দেওয়া ছেঁড়া, আধ পোড়া ব্যালট পেপার। মালদায়ও দেখা গেল একই চিত্র। মালদহের গাজোল ব্লকের ৩ টি জেলা পরিষদ, ৪৫ টি পঞ্চায়েত সমিতি ও প্রায় ৩০০’র বেশি গ্রাম পঞ্চায়েতের গণনা কেন্দ্র ছিল গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয়ের একটি রুমে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে গাজোল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা স্কুলে এসে ব্যালট বাক্স গুলি উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে মালদার গাজোলে ৫১২ নং পথ অবরোধ করে গাজল বিডিও অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি সমর্থকরা। খগেন মুর্মুর দাবি, মালদায় পঞ্চায়েতের ভোটে কারচুপি হয়েছে। ইচ্ছাকৃতভাবে বিডিওরা রাতে গণনা করেছেন।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পঞ্চায়েত ভোটে বিজেপির পাশে মানুষ দাঁড়ায়নি। সে কারণে লোকসভা ভোটের আগে বিজেপি নেতৃত্ব এইসব নাটক করছেন।
প্রসঙ্গত,জেলায় জেলায় ব্যালট উদ্ধারের সঙ্গে সঙ্গে ভোটে কারচুপির অভিযোগও উঠছে প্রতিনিয়ত। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। ব্যালট পেপার উদ্ধারের তালিকাও বৃদ্ধি পাচ্ছে রোজ। সেই তালিকাতেই এবার নাম জুড়লো মালদার।