
নিলয় ভট্টাচার্য,নদিয়া : পঞ্চায়েত নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জেলায়। নির্বাচনের পর থেকেই জেলায় জেলায় ব্যালট পেপার উদ্ধারের পালা অব্যাহত। কখনও গণনা কেন্দ্রের বাইরে, কখনও আবার খোলা মাঠে মিলেছে বিভিন্ন দলের প্রতীকের ছাপ দেওয়া ছেঁড়া, আধ পোড়া ব্যালট পেপার। রাজ্যের অন্যান্য জেলার মতো একই চিত্র দেখা গেল নদিয়াতেও। নদীয়ার কৃষ্ণগঞ্জের মাথাভাঙ্গা নদীর ধার থেকে ব্যালট উদ্ধারে চাঞ্চল্য । মঙ্গলবার সকালে নদীর ধারে ব্যালট পেপার পড়ে থাকতে দেখে এক শিশু। সেই শিশু এক দোকানের মালিককে গিয়ে খবর দেয় । খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রশ্ন, কিভাবে ভোটের পরে নদীর ধারে এলো এই ব্যালট পেপার? গ্রামবাসীদের দাবি,এই বুথের ভোট বাতিল করা উচিত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, বিডিও ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে এবং বিজেপিকে হারিয়েছে।
ব্যালট পেপার উদ্ধারের খবর পেয়ে
কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধানও আসেন ঘটনাস্থলে। যদিও শাসক দল বিজেপির অভিযোগ অস্বীকার করেছে।