
মঙ্গলবার গণনা শুরু হওয়ার আগেই একাধিক গণনা কেন্দ্র উত্তপ্ত হতে শুরু করেছে। ডায়মন্ড হারবারের প্রাক্তন সংসদ শ্রমিক লাহিড়ী অভিযোগ করেছেন ডায়মন্ড হারবার এক এবং দুইতে সিপিআইএম এবং অন্যান্য বিরোধী দলের এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। তাদের ওপর শাসকদল আক্রমণ নামিয়ে আনছে। বীরভূমের মেমারি তেও সিপিআইএম এজেন্টের ঢুকতে না দেয়ার প্রতিবাদে সিপিআইএম কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সিপিআইএম এল নেতা পার্থ ঘোষ অভিযোগ করেছেন, বর্ধমানের বুদবুদে বিরোধী এজেন্টদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙ্গরে বেশ কিছু আই এস এফ সমর্থক কে গণনা কেন্দ্রের সামনে বেআইনিভাবে জমায়েত হওয়ার অভিযোগে আটক করা হয়েছে।
মালদায় রতুয়াতে গণনা কেন্দ্রের সামনে সোমবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এখানে উত্তেজনা তৈরি হওয়ার কারণ সিপিআইএম সমর্থকদের অভিযোগ, তৃণমূল নেতারা রাতের অন্ধকারে স্ট্রংরুমে ঢোকবার চেষ্টা করছিলেন।
উত্তর ২৪ পরগনা একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছে গণনা কেন্দ্রের অব্যবস্থা চূড়ান্ত।