
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর:
তৃনমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় মূল অভিযুক্ত পাপ্পু যাদব কে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। এই বিষয়ে পাপ্পু সিংয়ের আইনজীবী দাবি করেছেন তার ক্লায়েন্টের বিরুদ্ধে কোন প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ।তাই খুব তাড়াতাড়ি পাপ্পু নির্দোষ প্রমাণিত হবে।বুধবার আদালতের রায় দানের পর সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং বলেন ,তার ভাইপো কে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।এর বিরুদ্ধে তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন।উল্লেখ্য ভাটপাড়ার তৃণমূল কর্মী বিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের ভাইপো পাপ্পু সিং কে।তারপর ব্যারাকপুর আদালতের বিচারপতি সাংসদ ভাইপোকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক বুধবার পাঁচ দিন শেষ হবার পর ফের পাপ্পু সিং কে আদালতে পেশ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ও উত্তেজনা ছড়াতে পারে আদালত চত্বরে এই আশঙ্কায় ,এদিন সকাল থেকে ব্যারাকপুর আদালত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ব্যারাকপুর আদালত চত্বরের বাইরে পাপ্পু সিং এর ছবি লাগিয়ে বিক্ষোভ দেখাতে থেকে পাপ্পু অনুগামীরা। এমত অবস্থায় আদলত চত্বরে এসে উপস্থিত হন অর্জুন সিং। তার কিছুক্ষন পরেই পাপ্পুর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।