
নিজস্ব সংবাদদাতা : এবার নাতি পেতে ফুটপাত থেকে ন মাসের এক শিশু পুত্র কে চুরি করলো এক মহিলা । পার্ক স্ট্রিট থানা এলাকার রিপন স্ট্রিটের ফুটপাত থেকে শিশুটিকে চুরি করা হয়।
পুলিশ সূত্রের খবর, ধৃত মহিলার নাম পারভিন বিবি । পার্ক স্ট্রিট এলাকার ফুটপাতে থাকেন ন মাসের চুরি হওয়া শিশু পুত্রটির মা। ভিক্ষা করতে বের হবার সূত্রে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল পূর্ব কলকাতার নারকেলডাঙ্গার খালদারের বাসিন্দা পারভিন বিবির সঙ্গে। তারা দুজনেই একসঙ্গে ভিক্ষা করতে বের হতো। প্রত্যেক দিনের মতো সেই দিনও বের হয়েছিল ভিক্ষা করতে। অনেকক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে যাওয়ার পর দুই শিশুর মা রাস্তার পাশে বসে। সেই সুযোগে পারভিন বিবি শিশু পুত্রটিকে নিয়ে একটি অটোতে উঠে পড়ে।।
তারপর থেকেও মহিলার কোন খোঁজ মেলে না। পার্ক স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আধিকারিকরা এলাকার ফুটেজ দেখে ম সেই মহিলার খোঁজ যান।
জানা গেছে , নাতি হিসাবে চুরি করা শিশুই সন্তান কেই মেয়ের হাতে তুলে দেওয়ার ছক কষেছিল মা। সূত্রের খবর মেয়ের শ্বশুর বাড়িতে সন্তান না হওয়া নিয়ে অশান্তি হচ্ছিল। সেই কারণেই শিশু চুরি করে পারভিন । ধৃত মহিলাটি ভেবেছিল রবিবারেই তার মেয়েকে ডেকে সন্তান দিয়ে দেবে তার কোলে। কিন্তু তার আগেই তাদের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করল পুলিশ।
তার পরই অপহরণকারী মহিলা পারভিন বিবি ও ওই দম্পতি রাজেশ সিং ও তাঁর স্ত্রী বিউটি সিংকে গ্রেপ্তার করল পুলিশ। শিশুটিকে উদ্ধার করেন পার্ক স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনার পিছনে বড় কোনও শিশুপাচার চক্র আছে কি না, তার তদন্ত চালাচ্ছে পুলিশ।