
নিজস্ব প্রতিনিধি,শীতলকুচি, কোচবিহারঃ স্থানীয় এক গৃহবধূর সঙ্গে পরকিয়ায় জড়িয়েছে পাড়ার দেওর। ভালোই চলছিল প্রেম পর্ব। কিন্তু বুধবার পাড়ার বৌদির সঙ্গে দেওরের মিলনের সময় হাতে নাতে ধরা পড়ে গেল দুজনে। আর ধরা পড়তেই ধুন্ধুমার কাণ্ড। স্থানীয় বাসিন্দারা বৌদির প্রেমিক যুবককে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশকে মারধর করে স্থানীয় মানুষ, বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের বড় মরিচায়। ঘটনায় জখম শীতলকুচি থানার দুই পুলিশ আধিকারিক সহ চারজন পুলিশকর্মী। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, বুধবার রাতে বড়মরিচা বাজার পাড়ায় এক গৃহবধূর সঙ্গে সঙ্গমরত অবস্থায় স্থানীয় বাসিন্দার হাতে ধরা পড়ে এলাকারই এক যুবক। বাসিন্দারা যুবককে আটকে মারধর করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান শীতলকুচি থানার পুলিশ। পুলিশ যুবককে উদ্ধার করতে গেলে বাসিন্দারা পুলিশকে মারধর ও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনায় জখম শীতলকুচি থানার দুই পুলিশ আধিকারিক সহ চারজন পুলিশকর্মী। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানায়, ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। বড় মরিচায় বৃহস্পতিবারও চাপা উত্তেজনা রয়েছে।