
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : রাজ্য তথা গোটা দেশে তৃতীয় দফার ভোট শেষ. ২০ মে ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে. তার আগে দাপিয়ে প্রচার করছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক. মঙ্গলবার অন্নকূট উৎসব উপলক্ষে নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দেন তিনি। এদিন বড় মায়ের মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছিল। আর সেখানে মায়ের মন্দিরে উপস্থিত হয়ে অন্নকূট উৎসবে অংশ নিলেন তৃণমূল প্রার্থী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ বলেন, প্রার্থী হয়েছি বলে না, প্রতি বছরই অন্নকূট উৎসবে বড় মায়ের মন্দিরে পুজো দিতে আসি। পাশাপাশি তিনি বলেন, ব্যারাকপুরে গুন্ডা রাজ দমনের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।