
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : চলতি মাসে ২০ তারিখ ব্যারাকপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তাই প্রচন্ড গরম উপেক্ষা করেই চলছে শেষ পর্যায়ের প্রচার। মঙ্গলবার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের প্রচারের উদ্দেশ্যে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। প্রচার মিছিলটি টিটাগড় পুরসভার সামনে থেকে শুরু হয়ে বিটি রোড ধরে ২০ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডের বিস্তৃর্ন এলাকা পরিক্রমা করে বিএমআরসি হাসপাতাল সংলগ্ন বিধায়ক অফিসে গিয়ে শেষ হয়। তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, পুরপ্রধান কমলেশ সাউ,উপপুরপ্রধান মহম্মদ জলিল, প্রাক্তন পুরপ্রধান প্রসান্ত চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলরর।
প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করে পার্থ বলেন, “ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই করছে। সাধারণ মানুষকে এবার অনেক আত্মবিশ্বাসী দেখাচ্ছে”