
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : দিকেদিকে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের বিজয়া সম্মেলনী. শনিবার সন্ধ্যায় ইছাপুরে শহীদ বিকাশ বসু কনভেনশন সেন্টারে বিজয়া সন্মেলনী আয়োজন করে তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক.
এদিন এই অনুষ্ঠান থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করেন পার্থ. তিনি বলেন, “গত দুই মাস ধরে রাজ্যে যা যা হয়েছে তা আসলে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের থেকে নজর ঘোরাতে।”
ণমূলের তরফ থেকে বিজয়া সন্মেলনির অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌর সভার পৌর প্রধান মলয় ঘোষ, পৌর সভার সিআই সি প্রদীপ বসু সহ অন্যান্য কাউন্সিলররা।