
ওঙ্কার ডেস্ক:নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শর্তসাপেক্ষ জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় ২ বছর জেল খাটার পর অবশেষে জামিনের আবেদন মঞ্জুর করল কোর্ট। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীতকালীন ছুটি অর্থাৎ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে ইডিকে। যে সমস্ত সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকছে, তাঁদের বয়ান রেকর্ড করতে হবে। সমস্ত তথ্য জোগাড়ের পর কার্যকর হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের নির্দেশ। আগামী বছর ১ ফেব্রুয়ারির মধ্যেই এই সকল শর্ত পূরণ করতে হবে। যদি তার আগেই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তাহলে তার আগেও মুক্তি পেতে পারেন পার্থ। এছাড়াও পার্থের বিরুদ্ধে সিবিআই এর করা মামলা এখনও নিম্ন আদালতে বিচারাধীন তাই সুপ্রিম কোর্ট জামিন দিলেও এত সহজে জেল মুক্তি হবে না পার্থ চট্টোপাধ্যায়ের।
২০২২ সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকার বেশি উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডি ও সিবিআই এর মামলায় বিচারের সময় কোর্ট জানিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান চক্রী ছিল পার্থই , তিনি নিজে সামনে না থাকলেও এত টাকা একসাথে ঘুস ছাড়া সম্ভব হতে পারে না। পার্থের মামলার শেষ শুনানি হয়েছিল গত ৪ই ডিসেম্বর কিন্তু সেদিন রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। আজ শুক্রবার জামিনের কথা ঘোষণা করল আদালত। অন্যদিকে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে নিম্ন আদালতেও আবেদন করেছেন পার্থ। গত বৃহস্পতিবার সেই সংক্রান্ত শুনানিতে পার্থ নিজে বিচারকের কাছে জামিনের জন্য আবেদন করেন এবং তাঁর আইনজীবী জানান, পার্থের বয়স এখন ৭৩। তিনি অসুস্থ। যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। তবে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছেন জামিন পেলেও কোনো সরকারী পদে থাকতে পারবেন না তিনি।
কিছুদিন আগেই জামিন পেয়ে বাড়ি ফিরেছেন আরেক অভিযুক্ত অর্পিতা, এখন পার্থ বাবুর বরাদে কবে বাড়ি ফেরা লেখা আছে সেটাই দেখার বিষয়।