
নিজস্ব সংবাদদাতা : ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষী দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দি নিল আদালত।
গত কয়েক দিন আগেই কল্যা্ণময় ভট্টাচার্য ইডির কাছে আবেদন জানিয়েছিল রাজসাক্ষী হওয়ার জন্য। এছাড়াও নিজের করা অপরাধের জন্য মাফ চেয়েছিল কল্যাণময়। তারপরই বিশেষ আদালতে একজন ম্যাযজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার অনুমতি পায় কল্যাণময় ভট্টাচার্য। সেই নির্দেশেই মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দিলেন কল্যাণময়।
সুত্রের খবর মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় সংস্থার ট্রাস্ট নিয়ন্ত্রণ করত । এছাড়াও পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ ১৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়। সেই কারণেই নিয়োগ দুর্নীতিতে জড়ায় কল্যাণময়ের নাম।
ইডি সুত্রে আরও জানা গেছে , নিয়োগ দুর্নীতির কালো টাকা পার্থের প্রয়াত স্ত্রীর নামে ট্রাস্ট এবং কল্যাণময়ের নানা সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছে শশুর মশাই অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মতোই কল্যােণময় কাজ করত।
আদালতে গোপন জবানবন্দি দেওয়ার পর বিদেশ ফেরার জন্য আবেদন করতে পারবে বলে জানিয়েছি ইডি। তবে এখন দেখার কল্যাণময়ের বয়ানে পার্থর বিপদ বাড়াবে না কমবে । যদিও বিশেষজ্ঞরা বিপদ বাড়াতে পারে বলেই মনে করছেন ।