
শেখ এরশাদ, কলকাতা : জেল হেফাজতের মেয়াদ শেষে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। ২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়.
উল্লেখ্য, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা. এরপরই পার্থ-অর্পিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা.
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগিয়েছে, একের পর এক নাম সামনে এসেছে. সামনে এসেছে একাধিক পার্থ-ঘনিষ্ঠের নামও. ইডির দাবি, পার্থই এই নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড. এরপর বারবার জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হলেও মেলেনি রেহাই. সোমবার জেল হেফাজতের মেয়াদ শেষে ফের আদালতে পেশ করা হল একদা তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে.