
ওঙ্কার বাংলা ডেস্ক: ইডি-র মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়েছে, অন্যদিকে জামিন পেয়েছে আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সঙ্গে ওই মামলায় জামিন হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলেরও।যার ফলে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে। কিন্তু ৯০ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দিতে পারেননি গোয়েন্দারা। এরপরেই রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের শাসকদল বিজেপির সঙ্গে সেটিং নিয়ে ফের সরব হয়েছে বাম ও কংগ্রেস।
শুধু সরব হওয়া নয়, প্রতিবাদের স্বরকে তারা রাস্তায় নিয়ে আসতে চাইছে। সেই লক্ষ্যে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই শনিবার কলেজ স্ট্রিটে বিক্ষোভের ডাক দিয়েছে। ‘সেটিং ছাড়ো, বিচার করো’ স্লোগান সামনে রেখে এই কর্মসূচি পালিত হবে। পাশাপাশি এদিনই সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বাম দল এসইউসি। আরও বেশ কিছু সংগঠন এই বিক্ষোভে সামিল হওয়ার কথা জানিয়েছে। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েতের ডাক দিয়েছে ‘অভয়া মঞ্চ’। এদিন নিজাম প্যালেসে বিক্ষোভ করবে কংগ্রেসও।