
অমিত কুমার দাস, কলকাতা : ফের একবার আদালতে ধাক্কা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি- র মামলায় জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। জামিনের আবেদন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের. প্রসঙ্গত, এই মামলায় প্রায় ১ বছর ৯ মাস জেলবন্দী আছেন পার্থ। ২০২২-এর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে অসুস্থতা সহ একাধিক যুক্তিতে নিম্ন আদালতে একাধিকবার জামিনের আবেদন জানান পার্থ। কিন্তু ধোপে টেকেনি কোনও যুক্তিই। এক বছরেরও বেশি সময় গারদেই কাটিয়ে ফেলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিনের আশা ক্রমশই ক্ষীণ হচ্ছে তাঁর।