
গোপাল শীল,পাথরপ্রতিমা :
পঞ্চায়েত নির্বাচন শুরু হতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি,তার আগেই উঠলো ব্যালট ছিনতাইয়ের অভিযোগ।পাথরপ্রতিবার ব্রজ বল্লভপুরের 124 নাম্বার বুথে ব্যালট ছিনতায়ের চেষ্টার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল। জানা গেছে শুক্রবার কয়েকজন দুষ্কৃতি ১২৪ নম্বর বুথ থেকে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে।পরে অবশ্য গ্রামবাসীর প্রতিরোধের দুষ্কৃতীরা পিছু হঠতে বাধ্য হয় ।দুষ্কৃতীরা তৃনমূল আশ্রিত বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের।তবে এই অভিযোগ সম্পূর্ন ভুল বলে জানিয়েছে তৃনমূল নেতৃত্ব।