
সূর্যজ্যোতি পাল,কোচবিহার : তীব্র জল সংকট! নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, দ্রুত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারকোদালী ১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট ভাণ্ডী জেলাস এলাকার ঘটনা। অভিযোগ টিউব ওয়েল থেকে যতটুকু জল মেলে তাও পরিশ্রুত নয়। সেই জল খেয়ে পেটের সমস্যায় ভুগছেন স্থানীয়রা। পরিশ্রুত পানীয় জল না মেলায় ক্ষুব্ধ এলাকাবাসী। পানীয় জলের দাবিতে বুধবার বক্সিরহাট ঠেটারপার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীদের আরও অভিযোগ এলাকায় বিভিন্ন জায়গার পানীয় জলের পাইপের অবস্থাও খুব খারাপ।বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানসহ প্রশাসনিক আধিকারিক দপ্তরে জানানোর পরেও মেলেনি সুরাহা। এলাকাবাসীরা জানান খারাপ জলের ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে হয় স্থানীয়দের।
পথ অবরোধের ফলে যানযটের সৃষ্টি হয় বক্সিরহাট ঠেটার পার রাজ্য সড়কের উপর। পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা পর ওঠে অবরোধ।