
প্রশান্ত দাস,মালদা:
আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এক ফার্মেসি পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য।মৃত ছাত্রের নাম তৌহিদ করিম সে মালদার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের পড়তো ।চলতি মাসের ১৩ তারিখ রাত্রে কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদ করিমের নিথর দেহ। পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। মৃত ছাত্রের বাবা, রেজাউল করিমের বলেন রাত নটা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তোহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। আমাদের খবর দেওয়া হয়নি। অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে। দেহ হয়তো লোপাট করা হত।
মৃত ছাত্রের মা লুসি খাতুন দাবি করেছেন তার ছেলেকে খুন করা হয়েছে।পুলিশের অসযোগিতার কথা বলেছেন তিনিও।পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে। তাই তার মৃত্যু কোনভাবেই আমরা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো এলাকাবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরিবার ও স্থানীয়দের অভিযোগ ইনস্টিটটা স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কের। তাই পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না।