
ওঙ্কার ডেস্ক:তালা খুলে দেওয়ার কিছুক্ষণের পরেই আবারো তুফানগঞ্জ অন্দরান ফুল বাড়ী ১ গ্রাম পঞ্চায়েত তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি বিজেপির মন্ডল সভাপতি কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । অভিযোগ এদিন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের তালা খুলে পঞ্চায়েত প্রধানরা অফিসের ভিতরে প্রবেশ করেন । এরপর তারা চলে গেলে কিছুক্ষন পরেই তৃণমূলের দুষ্কৃতীরা এসে আবার গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেয় । একই সঙ্গে বিজেপির মন্ডল সভাপতি কে রাস্তায় পেয়ে বেধড়ক ভাবে মারধর করা হয় । তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।